আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম; সিলিন্ডার পিছু ৯১১ টাকা

Spread the love

১৫ দিনের মাথায় আরও চড়া হল রান্নার গ্যাসের (এলপিজি) দাম। আজ থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৯১১ টাকা দিয়ে। আগের থেকে আরও ২৫ টাকা বেশি। অর্থাৎ গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ২৯০.৫০ টাকা।

হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত সিলিন্ডারও (১৯ কেজি) ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। এ দিকে, সাত দিন থমকে থাকার পরে আজ আইওসি-র পাম্পে পেট্রল-ডিজ়েলের দর সামান্য কমছে, লিটারে যথাক্রমে ১০ পয়সা এবং ১৪ পয়সা। এর আগে অগস্টের মাঝামাঝি ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ে ২৫ টাকা। ফলে মাত্র ১৫ দিনেই ৫০ টাকা সংসার খরচ বাড়ল গৃহস্থের।

তেল সংস্থা সূত্রের খবর, বিশ্ব বাজারে এলপিজি-র মূল উপাদান প্রোপেন-বুটেনের দর বৃদ্ধিই এর কারণ। কিন্তু প্রশ্ন উঠছে, করোনা পরিস্থিতিতে যখন সাধারণ রোজগেরে মানুষের এমনিতেই বেহাল দশা, তখন ভর্তুকি বাড়িয়ে কেন গ্রাহকদের স্বস্তি দিচ্ছে না মোদী সরকার? তবে তাতে কেন্দ্রের অবশ্য বিশেষ হেলদোল নেই। চড়া উৎপাদন শুল্ক কমিয়ে পেট্রল-ডিজেলে সুরাহা দেওয়ার আর্জিও ঠিক এ ভাবেই লাগাতার অগ্রাহ্য করে এসেছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*