করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষায় তৎপর রাজ্য সরকার ৷ পানাগড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শিশুদের টিকাকরণ নিয়ে ভাবনাচিন্তা চলছে ৷ প্রয়োজনে পালস পোলিয়ো অভিযানের মতোই শিশুদের টিকাকরণে উদ্যোগী হবে সরকার ৷
পানাগড়ের একটি অনুষ্ঠানে গিয়ে করোনা টিকাকরণ নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “প্রত্যেকের টিকাকরণ হবে ৷ কোনও গুজবে কান দিয়ে অকারণে আতঙ্ক করবেন না ৷ টিকাকেন্দ্রগুলিতে গিয়ে হুড়োহুড়ি করবেন না ৷ কোনও চিন্তা করবেন না ৷ রাজ্যে টিকার একটি ডোজও নষ্ট হবে না ৷ আমাদের চাহিদা হল ১৪ কোটি…সবার টিকাকরণ করানোটা আমাদের কর্তব্য ৷ তবে টিকার সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার ৷”
শিশুদের টিকাকরণে নিয়েও রাজ্য সরকার ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জানান মমতা ৷ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধে সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে মমতা বলেন, “তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আমরা এখন শিশুদের টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে ভাবনাচিন্তা করছি ৷ প্রয়োজন হলে সরকার পালস পোলিয়ো অভিযানের মতো একইরকম ভাবে শিশুদের টিকাকরণ করবে ৷”
মঙ্গলবার রাজ্যে ১২,১০,০৯৫ জনের করোনা টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত বাংলায় মোট টিকাকরণ হয়েছে ৪ কোটিরও বেশি মানুষের ৷ তবে কিছু টিকাকেন্দ্রে হুড়োহুড়ির ঘটনাও ঘটছে ৷ যা যথেষ্ট উদ্বেগের ৷ মঙ্গলবারই ধুপগুড়িতে একটি টিকাকেন্দ্রের বাইরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷ জখম হন প্রায় ৩০ জন ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন ৷ এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ এ ধরনের ঘটনা এড়ানোর জন্যই টিকাকরণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
Be the first to comment