ভারতের জাতীয় পশু কী? আট থেকে আশি সকলে এক নিঃশ্বাসে এই উত্তরটা বলে দিতে পারেন। যদি দেখেন হঠাৎ উত্তরটা পাল্টে গিয়েছে! তবে কি গরু হয়ে গিয়েছে ভারতের জাতীয় পশু?
কারণ বুধবার এমনই সুপারিশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। যেখানে বলা হয়েছে, গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা উচিত। আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় সংস্কৃতির সঙ্গে গরু ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে। এছাড়া যাঁরা গরুকে ঈশ্বরের চোখে দেখে তাঁদেরও মৌলিক অধিকার রক্ষিত হবে। এমনকী, যারা গরুর ক্ষতি করার চেষ্টা করে, সরকারের কাছে তাদের বিরুদ্ধে কঠোর আইন আনারও সুপারিশ বিচারপতি শেখরকুমার যাদবের বেঞ্চ।
Be the first to comment