ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর। এবার জেনারেল ছাত্রছাত্রীরা ৬০ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবে স্কলারশিপের জন্য। বৃহস্পতিবার নবান্নে কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন পর্যন্ত ৭৫ শতাংশ নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারতেন জেনারেল ছাত্রছাত্রীরা। এবার ৬০ শতাংশ নম্বর পেলেই জেনারেল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। ‘
এদিন মুখ্যমন্ত্রী জানান, কেরিয়ার গাইডলাইনের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে। কোন বিশ্ববিদ্যালয়ে কী পড়ানো হচ্ছে, তা এই পোর্টালের মাধ্যমে জানা যাবে। বিনামূল্যে এই পোর্টাল থেকে গাইডেন্স পাবেন পড়ুয়ারা। পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্টুডেন্ট ক্রেডিটকার্ডের সুযোগ নাও।’
তিনি আরও বলেন, সব জেলাগুলিই ভালো ফলাফল করেছে। কোথাও কোনও অন্যায় হলে ছাত্রছাত্রীদের রুখে দাঁড়াতে হবে। কৃতী পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই। নবম শ্রেণির তিন লাখ পড়ুয়াকে দেওয়া হচ্ছে সাইকেল। এছাড়া তমলুকে তৈরি হচ্ছে হচ্ছে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়।
Be the first to comment