অবিলম্বে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Spread the love

সময় হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো হচ্ছে না কেন? উপনির্বাচন যাতে সময় মতো হয়, সেই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট ৷ এই দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা ৷

মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকার জানিয়েছেন, ভারতীয় সংবিধানের ৩২৪ ধারায় বলা আছে, উপনির্বাচন যদি সময় মতো না করা হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশন ৷ যে কেন্দ্রগুলিতে জনপ্রতিনিধি নেই, সেখানকার জনকল্যাণমূলক সমস্ত কাজই থমকে রয়েছে ৷ পাশাপাশি রাজ্যে কোভিড পরিস্থিতিও প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে ৷ মামলাকারীর প্রশ্ন, তাহলে কেন নির্বাচন করা হচ্ছে না?

মামলাকারীর দাবি, মহামারী আইনের যুক্তি খাড়া করে যেভাবে উপনির্বাচনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ৷ রাজ্যের যেক’টা কেন্দ্রে নির্বাচন ও উপনির্বাচন করানোর কথা, সেখানে অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিক মহামান্য হাইকোর্ট ৷ মামলাকারীর তরফে এমনটাই আবেদন জানানো হয়েছে ৷ উল্লেখ্য, কলকাতার ভবানীপুর-সহ খড়দা, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় উপনির্বাচন করাতে হবে ৷ এবং নির্বাচন করাতে হবে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ৷

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী কোনও কেন্দ্রের বিধায়ক পদ খালি হয়ে গেলে তার ছ’মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করাতে হয় ৷ কিন্তু মে মাসের শুরুতেই রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষিত হয়ে যাওয়ার পর চার মাস পার হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও উপনির্বাচন করানো নিয়ে বিশেষ কোনও উদ্যোগ চোখে পড়ছে না ৷ রাজ্য়ের শাসকদলের প্রশ্ন, করোনা যখন তুঙ্গে, তখন আট দফায় বিধানসভা ভোট করাতে কোনও সমস্যা হল না নির্বাচন কমিশনের ৷ তাহলে এখন উপনির্বাচন নিয়ে এত টালবাহানা করা হচ্ছে কেন ? এই প্রেক্ষাপটে অবিলম্বে উপনির্বাচন করানোর দাবি তুলেছেন মামলাকারী ৷ আগামী সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*