একের পর এক এলাকা দখল করে আফগানিস্তানে নিজেদের শাসন শুরু করেছে তালিবান। তার ফলে কয়েক দিনের ব্যবধানে উল্টেপাল্টে গিয়েছে দেশের আর্থিক, সামজিক ও রাজনৈতিক পরিস্থিতি।
তবে এখন আর্থিক দিকটিই আফগানদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অচিরেই সেখানে শুরু হতে পারে খাদ্য সঙ্কট। এক দিকে, খাদ্যের মূল্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমেছে। অন্য দিকে, হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতাও।
দুইয়ে মিলে খাদ্যের আকাল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আফগানিস্তানে। যা নিয়ে চিন্তার কথা জানিয়েছে রাষ্ট্রপুঞ্জও। আজ, শুক্রবার আফগানিস্তানের এই সংক্রান্ত খবরের পাশাপাশি নজর থাকবে পাক-আফগান সীমান্তের দিকেও। আমেরিকা সেনা প্রত্যাহারের পরে কাবুল বিমানবন্দর বন্ধ হতেই ভিড় বাড়তে শুরু করে সীমান্তে। তার ফলেই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।
Be the first to comment