ভোট পরবর্তী হিংসা মামলার রায় সংশোধন কলকাতা হাইকোর্টের, সিটের তদারকির দায়িত্বে মঞ্জুলা চেল্লুর

Spread the love

ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের (SIT) তদন্তের তদারকির দায়িত্ব দেওয়া হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে ৷ আজ, শুক্রবার এই মামলা নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি হয় ৷ সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আদালত ৷

এর আগে এই মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিটের তদন্তের তদারকির দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু আদালত সূত্রে খবর, এখন দায়িত্ব দেওয়ার মতো শীর্ষ আদালতের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়া যাওয়ায় পূর্ববর্তী রায়ের ওই অংশকে সংশোধন করা হল ৷ আর মঞ্জুলা চেল্লুরকে দায়িত্ব দেওয়া হল ৷

কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গত ১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলার রায় দিয়েছিল ৷ ওই মামলায় খুন, ধর্ষণ-সহ যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলি উঠেছিল, সেই অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআইকে (CBI) ৷ আর কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির জন্য গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল ৷

ওই তদন্তকারী দলে রাখা হয় কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ সুমন বালা সাহু এবং রণবীর কুমার নামে দুই আইপিএস-কে। গতকাল, বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আরও ১০ জন আইপিএসের নাম ঘোষণা করা হয় ৷ যাঁদের উপর সিটের তদন্তে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ ওই ১০ জন আইপিএস পাঁচটি জোনে ভাগ হয়ে কাজ করবেন ৷

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে ৷ সিবিআই তদন্তে ভয় পেয়েই রাজ্য সরকার এমন পদক্ষেপ করেছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

তবে তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই ভোট পরবর্তী হিংসার সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রীও একাধিকবার এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত শুরু করে, তখন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে শাসক দল ৷

ফলে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি এখানেই শেষ হচ্ছে না ৷ আপাতত দেখার শীর্ষ আদালত এই নিয়ে কী নির্দেশ দেয় ! আর সেই নির্দেশ আসার আগে সিবিআই বা সিটের তদন্তে কী উঠে আসে !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*