কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে একটানা প্রবল বৃষ্টি হচ্ছে। আজ ভোরে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর।
গত শুক্রবার কালিম্পঙের কাটারে এলাকায় ধস নেমে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ পেডং বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে কাটারে এলাকাতে ধস নামে। মৃত্যু হয় ৭৫ বছরের বীরবাহাদুর মঙ্গারের। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে।
Be the first to comment