করোনা নিয়ে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যসচিবের

Spread the love

রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে এই বৈঠক করেন মুখ্য়সচিব ৷ নবান্ন সূত্রে খবর, করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনার জন্য এই জরুরিকালীন বৈঠক ডেকেছেন মুখ্যসচিব ৷ জানা গিয়েছে, এ রাজ্যে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে থাবা বসাতে শুরু করেছে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন ৷ এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনার জন্য রাজ্যের মুখ্য়সচিব জেলাশাসকদের নিয়ে জরুরি এই বৈঠক ডেকেছেন ৷

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ৷ যে সংক্রমণ আরও বেশি বাড়তে শুরু করে সাধারণ মানুষের চূড়ান্ত অসতর্কতার কারণে ৷ এই পরিস্থিতিতে অক্টোবর মাস থেকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আইসিএমআর ৷ যার প্রভাব কিছুটা হলেও বেশ কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে ৷ যেখানে করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে রাজ্যে সাধারণ মানুষের মধ্যে ফের একবার চূড়ান্ত অসতর্কতা দেখা যাচ্ছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে নবান্নের ৷ ফলে সাধারণ মানুষকে সচেতন করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা করতে সব জেলার জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

ইতিমধ্যেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকারের তরফে বিমানবন্দর ও রেলের যাতায়াতে নজরদারি চালানো হচ্ছে ৷ সেই সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ বিশেষ করে শিশুদের চিকিৎসা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ যেহেতু, ১৮ বছরের নিচে এখনও ভ্যাকসিনেশন হয়নি ৷ তাই তৃতীয় ঢেউয়ে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি ৷ ফলে রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে ৷ রাজ্যের সব সরকারি হাসপাতালে ইতিমধ্যে শিশুদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷

কিন্তু শুধু পরিকাঠামোই তো সব নয় ৷ একইসঙ্গে প্রয়োজন প্রশাসনিক সক্রিয়তা এবং নাগরিক সতর্কতা ৷ মূলত এই বিষয়ের উপর জোর দিয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর ৷ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ রাস্তাঘাটে মাস্ক ব্যবহার বন্ধ করে দিয়েছেন ৷ সে ক্ষেত্রে প্রশাসনিক সক্রিয়তার মাধ্যমে প্রচার এবং মাঝে মধ্যে কড়া ব্যবস্থাপনার নির্দেশও এদিনের বৈঠকে দেওয়া হতে পারে বলে খবর নবান্ন সূত্রে খবর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*