ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস ৷ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এআইসিসির নির্দেশেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে প্রার্থী দেওয়া হচ্ছে না।
অধীর চৌধুরী বলেছেন, জাতীয় কংগ্রেসের মতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা। তাই আমরা ভবানীপুরে প্রার্থী দিচ্ছি না।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে বহরমপুর আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাত আটটা পনেরো নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সোমবারই প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় একপক্ষ প্রার্থী দেওয়ার পক্ষে রায় দেয়। অপর পক্ষ প্রার্থী না দেওয়ার পক্ষে মতামত দেয়। আমি বিবেচনার জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে সমস্ত তথ্য পাঠিয়েছিলাম। জাতীয় কংগ্রেসের তরফে আজ আমাকে জানানো হয়েছে, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে না।
তিনি আরও বলেন, “জাতীয় কংগ্রেসের বক্তব্য, বিজেপিকে আটকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে সামান্য বা পরোক্ষে হলেও বিজেপির হাত শক্ত করা। আমরা কোনওভাবেই বিজেপিকে সহযোগিতা করতে চাই না। তাই ভবানীপুরে প্রার্থী দেব না বলেই ঠিক করেছি।
Be the first to comment