ভবানীপুর আসনে তৃণমূলের প্রার্থী হওয়ার পর প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, বুধবার বিকেল ৩টে নাগাদ চেতলার অহীন্দ্র মঞ্চে দলের নেতা-কর্মীদের নিয়ে তাঁর সভা করার কথা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো কোভিডবিধি মেনেই ওই সভা করা হবে বলে জানিয়েছে তৃণমূল।
মমতার ওই সভায় দলের শীর্ষ স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল স্তরের নেতাদেরও থাকার কথা। রাজ্যের তিনটি আসনে ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই সভা ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর আসনে আনুষ্ঠানিক ভাবে মমতার নাম আগেই ঘোষণা করেছে তৃণমূল। বিরোধীরা এখনও পর্যন্ত তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি। মঙ্গলবার কংগ্রেস জানিয়েছে, মমতার বিরুদ্ধে তারা প্রার্থী দেবে না। ফলে ওই আসনে লড়াই করতে পারে বামেরা। আজ সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকও রয়েছে। আজ প্রার্থীর নাম ঘোষণা করে কি না সে দিকে নজর থাকবে। অন্য দিকে, আজই প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।
Be the first to comment