এতদিন বঙ্গ-বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন লকেট চট্টোপাধ্যায় ৷ এবার তাঁকে জাতীয়স্তরে বড় দায়িত্ব দিল বিজেপির জাতীয় নেতৃত্ব ৷ তাঁকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল ৷ জাতীয়স্তরে এই প্রথম তিনি এত বড় কোনও দায়িত্ব পেলেন ৷
স্বাভাবিকভাবেই এই দায়িত্ব পেয়ে খুশি হুগলির সাংসদ ৷ তিনি বলেন, ‘‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি কাজ শুরু করে দিয়েছেন ৷ বুধবার সকালেই উত্তরাখণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷ এই নিয়ে টুইট করেছেন তিনি ৷ সেখানে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষকে ধন্যবাদও দিয়েছেন ৷
প্রসঙ্গত, আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বুধবার সকালে ওই রাজ্যগুলির জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক ঘোষণা করেছে বিজেপি ৷ উত্তরাখণ্ডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে ৷ তাঁর সঙ্গে দু’জন সহ-পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একজন লকেট ৷ আর দ্বিতীয়জন আরপি সিং ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে আসেন লকেট চট্টোপাধ্যায় ৷ তারপর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ৷ একাধিকবার নির্বাচনে লড়াই করেছেন তিনি ৷ তার পর দীর্ঘ সময় বঙ্গ-বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে কাজ করেছেন ৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি থেকে জিতে সাংসদ হন ৷ তার পর একাধিকবার তাঁর নাম মোদীর সরকারের মন্ত্রী হিসেবে জল্পনায় উঠে এসেছে ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয়নি ৷ তবে এবার থেকে অন্য রাজ্যে সাংগঠনিক কাজে পাঠাল বিজেপির জাতীয় নেতৃত্ব ৷
তবে রাজনৈতিক মহলের মতে, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেই কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল ৷
Be the first to comment