মমতার হয়ে প্রচারে নামছেন হেভিওয়েটরা

Spread the love

নজরে ভবানীপুর। উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই প্রচারের সম্পূর্ণ রণকৌশল সাজিয়ে ফেলেছে ঘাসফুল শিবির। পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, মিমি চক্রবর্তী সহ হেভিওয়েট নেতারা এই বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে।

রাজ্য শাসকদলের অন্দরে জোর গুঞ্জন, এবার ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি তাঁর সৈনিক সাজিয়ে ফেলেছেন। তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচনের জন্য দলের বিধায়ক, সাংসদদের প্রচারে নামাবে ঘাসফুল শিবির। তারকা প্রচারকদের নামের তালিকাটা বেশ দীর্ঘ।

রয়েছেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, মালা রায়, মনোজ তিওয়ারী, শুখেন্দু শেখর রায়, চন্দ্রিমা ভট্টাচার্যর মতো বর্ষীয়ান রাজনীতিবিদরা। একইসঙ্গে রয়েছেন জুন মালিয়া, দেব, মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়ের মতো জনপ্রিয় তারকা রাজনীতিবিদরাও।

মোটের উপর নবীন-প্রবীণ , অভিজ্ঞ, জনপ্রিয় মুখদের প্রচার ময়দানে নামাচ্ছে তৃণমূল। বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য, সর্বকালীন ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হওয়ার লক্ষ্য নিয়েই ভোট ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার আজ চেতলায় কর্মিসভার কর্মিসভা দিয়ে উপ-নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা। ইতিমধ্যেই ওয়ার্ডভিত্তিক প্রচারের জন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সবথেকে বেশি সংখ্যক ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। ৮২, ৭৪ ও ৭৭ নম্বর ওয়ার্ডেরও দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার পুর প্রশাসককে। এছাড়াও ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে এবং পার্থ চট্টোপাধ্যায় পেয়েছেন ৭১ এবং ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্ব, রাজ্য শাসকদল সূত্রে খবর এমনটাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*