‘ভগবানের জেষ্ঠ্যপুত্র’! দুর্যোধন-দুঃশাসনের থেকেও খারাপ, নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার

Spread the love

ভবানীপুরের উপনির্বাচনে প্রচারে নেমেই বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, ‘নারদ-কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমকে ডেকে পাঠাচ্ছে আর আসল চোরের নাম নেই।’

পাশাপাশি শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভগবানের জেষ্ঠ্যপুত্র! দুর্যোধন-দুঃশাসনের থেকেও খারাপ। হাইকোর্টের নির্দেশ, কোনও পদক্ষেপ করা যাবে না। যখন যেমন সময় হবে তখন জেরা করা হবে। তাহলে বাকিদের বেলায় এই নিয়ম আলাদা কেন?’ বুধবার চেতলায় কর্মিসভায় অংশগ্রহণ করেন মমতা। সেখান থেকেই কার্যত আনুষ্ঠানিকভাবে ভবানীপুর উপ নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। প্রায় ৪৪-৪৫ মিনিটের কর্মিসভায় নাম না করে একাধিকবার শুভেন্দুকে নিশানা করলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, আগামী ১০ সেপ্টেম্বর, গণেশ পুজোর দিন মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, কর্মিসভায় মমতা বলেন, ‘শুধু আমরাই জানি, কী ভাবে আমরা ভোটে লড়েছি। একদিকে সমস্ত এজেন্সি, সব শক্তির বিরুদ্ধে লড়েছি। আমার পায়ে আঘাত লেগেছিল। তাও জব্দ করতে পারেনি। চক্রান্ত করেই আমার উপরে হামলা করা হয়েছিল। হামলা চালানোর পর প্লাস্টার নিয়েই তিন দিনেই বেরিয়ে পড়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘কথায় কথায় হুমকি, বাইরে থেকে গুণ্ডা নিয়ে এসে ভোট করেছিল। এমনভাবে তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, ভাবলে শিউরে উঠবেন। আমি একটা জায়গায় হেরেছি। আদালতে গিয়েছি। ইলেকশন মেশিন নিয়ে প্ল্যানিংটা আমিও কিছু কিছু জেনেছি।’ মমতার হুঁশিয়ারি, ‘ভয় দেখাও, তবে আমরা নেংটি ইদুর নই, রয়েল বেঙ্গল টাইগার।’

এদিন ফের একবার কয়লা কাণ্ডে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে কর্মীসভা থেকে মমতা বলেন, ‘দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল। আবার ডেকে পাঠিয়েছে।’ তাঁর আরও সংযোজ, ‘এরা কংগ্রেস, শরদ পাওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? ক্ষমতা থাকলে এখানে ডাকুন। কোন উদ্দেশে দিল্লিতে তলব? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমের নাম আছে। অথচ আসল চোরের নাম নেই।’

পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে এদিন বারবার নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। হাইকোর্টের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের কাছে মার্ডার কেসে তথ্য থাকলেও FIR করা যাবে না? কেন FIR করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’ পুজো উপলক্ষ্যে কলকাতা পুরসভা এলাকার ক্লাব কমিটিগুলিকে অনুদান ঘোষণা প্রসঙ্গে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে গেরুয়া শিবির। সে প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘কাল পুজোর মিটিংয়ে কেন গিয়েছি, তা নিয়েও অভিযোগ। ওরা বাঘ হলে আমি বুনো ওল। আমি কী এতই বোকা? পুজোর সমন্বয় মিটিংয়ে গিয়েছিলাম। তার আগেই সিদ্ধান্ত ঘোষণা হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*