দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার নর্থ ব্লকে অমিত শাহের দফতরে প্রায় ১৫ মিনিট ধরে দু‘জনের মধ্যে কথা হয় ৷ বিজেপি সূত্রে খবর, ভবানীপুরের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে ভবানীপুর-সহ আরও দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে অমিত শাহকে রিপোর্ট তুলে দেন শুভেন্দু।
আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুর কেন্দ্রে। আর সাধারণ নির্বাচন রয়েছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। তবে এখন সবার চোখ ভবানীপুর কেন্দ্রের দিকে ৷ ভবানীপুরের প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে পরাজিত হয়েছেন ৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ছয় মাসের মধ্যে তাঁকে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৷ তাই ভবানীপুরকেই বেছে নিয়েছেন ঘরের মেয়ে ৷ ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন ৷ শুক্রবার মনোনয়নও জমা দেবেন ৷
তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড ৷ বামেরা ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ৷ বাকি থাকল বিজেপি ৷ বিজেপির তরফে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ৷ যা নিয়ে শাসকদল কটাক্ষ করতে শুরু করেছে ৷ তাদের বক্তব্য, বিজেপি নাকি ভয় পাচ্ছে ৷ যদিও এর উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ ৷ জানিয়ে দিয়েছেন, ভেবে-চিন্তে নাম ঘোষণা করা হবে ৷ একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রার্থী তালিকা ঘোষণা হবে। যে সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই বিজেপি প্রার্থী মনোনয়নও জমা দেবেন। প্রচারও হবে।
এই পরিস্থিতিতে আজ অমিত শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক ভবানীপুরের উপনির্বাচন নিয়েই ছিল ৷ ভবানীপুর উপনির্বাচন বিজেপির কাছে একটা কঠিন লড়াই। সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে কার নাম ঠিক করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন দেখা যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিধায়ক থেকে কর্মীরা ৷ খোদ শুভেন্দুর গড়েই ভাঙন দেখা গিয়েছে ৷ ৭০০-বেশি বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যা বিজেপির কাছ খুব একটা সুখকর নয় ৷ এই বিষয় নিয়েও শাহের সঙ্গে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ শুভেন্দুর অভিযোগ, বিজেপি বিধায়ক ও কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর বলেন, আমি দিল্লিতে এসেছিলাম। অমিতজি আমাকে সময় দিয়েছিলেন। রাজ্যের উপনির্বাচন-সহ রাজ্যের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Be the first to comment