গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আজই মনোনয়ন পেশ মমতার

Spread the love

ইতিমধ্যেই কমিশন ঘোষণা করে দিয়েছে ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হবে উপনির্বাচন। ভবানীপুরে তৃণমূল প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আজ মনোনয়ন পেশ করবেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আজ মনোনয়ন জমা দেবেন মমতা। মনোনয়ন পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তৃণমূল নেতা বৈশ্বানর চ্যাটার্জি। মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট হচ্ছেন বৈশ্বানর চ্যাটার্জি।

ভবানীপুর বিধানসভা এলাকায় প্রচুর অবাঙালি ভোটারের বসবাস রয়েছে। অবাঙালি ভোটের কথা মাথায় রেখেই গণেশ চতুর্থীর শুভ দিনে আজ মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা ব্যানার্জি, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রসঙ্গত, কোভিড আবহে উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। বিধিনিষেধের কথা মাথায় রেখেই শাসক দল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় বড় মিছিল কিংবা বড় ধরণের কোনও জমায়েত করছে না। 

উল্লেখ্য, ভবানীপুরের অলিগলিতে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের প্রচার। মমতার সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছেন মদন মিত্র, ফিরহাদ হাকিমরা। ‘‌ভবানীপুর নিজের মেয়েকেই চায়’‌ ব্যানারে সাজিয়ে তোলা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। দেওয়ালে লেখা হচ্ছে ‘‌খেলা হবে’‌। দলের তরফে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত মুখার্জিকে। ৮২, ৭৪ ও ৭৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। ৭০ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির হয়ে প্রচারের যাবতীয় দায়িত্ব সামলাবেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে প্রচারের দায়িত্বে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*