মদন মিত্রকে বরাবর রঙিন রাজনীতিক হিসেবেই চেনেন রাজ্যের মানুষ ৷ সম্প্রতি এই নিয়ে প্রশংসাও পেয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ৷ দলনেত্রীকে তাই গানে গানে গুরুদক্ষিণা দিতে চলেছেন কামারহাটির বিধায়ক ৷ একেবারে পেশাদার গায়কের মতো রেকর্ডও করে ফেলেছেন তাঁর নতুন গান ‘অনলি ফর মমতা’ ৷
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ৷ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ছেন ভবানীপুর থেকে ৷ স্বাভাবিকভাবেই মদন মিত্রের এই গানের উপলক্ষ্যও ভোট ৷ তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিতে চাইছেন যে মমতার লক্ষ্য এখন দিল্লি ৷ তাই তো তাঁর গানে রয়েছে, ‘‘ভবানীপুর টু কামারহাটি / ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি / দিদির হাত ধরে সামনে হাঁটি ৷’’
গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিজেপিই ক্রমশ প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তারা তৃণমূলকে পরাস্ত করতে পারেনি বটে ! কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করেছে অনেকটাই ৷ এখন দিলীপ-শুভেন্দুর দল পশ্চিমবঙ্গে স্বীকৃত প্রধান বিরোধী ৷ ভবানীপুরের ভোটে সিপিএমের প্রার্থী রয়েছে ৷ কিন্তু মূল লড়াই যে বিজেপির বিরুদ্ধে, তা বিলক্ষণ জানেন মদন মিত্রও ৷ তাই তাঁর গানে বিজেপির জন্যও রয়েছে জবাব, ‘‘লাগ লাগ লাগ লাগ দাঁত কপাটি / বিজেপির লাগ লাগ লাগ দাঁত কপাটি ৷’’
ভবানীপুরের ভোটে হেভিওয়েট মমতার পাল্লাভারী বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কিন্তু প্রচারে কোনও ভাবেই হালকা মনোভাব নিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সম্প্রতি দলের কর্মিসভায় সেই কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে সার্টিফিকেট দিয়েছেন মদন মিত্রকে ৷ তাঁকে কালারফুল বলেছেন মমতা ৷ ‘দিদির’ প্রশংসা মাথা পেতে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ বলেছেন, ”ইয়েস আই অ্যাম এ কালারফুল বয় ৷ তবে বেশি কালারফুল নয় ৷”
Be the first to comment