মৃত্যু শূন্য কলকাতা, চিন্তা বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগণা

Spread the love

রাজ্যে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আসার বিন্দুমাত্র লক্ষ্মণ নেই। পুজোর আগে রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৭৫২ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে শুক্রবারের মতো করোনায় মৃতের সংখ্যার চিত্রটা একই। তবে সামান্য কমেছে সংক্রমণ।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৩ জন। যা আগের দিনের তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫৪ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৯ জন। তবে স্বস্তির ব্যাপার এদিন কলকাতায় করোনার জেরে মৃতের সংখ্যা শূন্য। গতকাল এই মৃত্যুর সংখ্য়াটা ছিল ৫ জন। তবে কলকাতায় মৃত্যুসংখ্যা শূন্য হলেও সংক্রমণ ও মৃত্যুর জেরে চিন্তায় রেখেছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমণ রেকর্ড হয়েছে।

শনিবার রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে চার জনের। সংক্রমণের নিরিখে উপরে উত্তর ২৪ পরগনাই। এই জেলার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে নদীয়াও। এদিন নদিয়াতে করোনার জেরে মৃত্যু হয়েছে চার জনের। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে তিন জনের। হুগলিতে মৃতের সংখ্যা দু’জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*