রবিবারের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও, এদিন রোদের দেখা মিলেছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় রোদ- মেঘের খেলা চলেছে ভোর থেকেই। যদিও এদিন শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার কিছু এলাকায় এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। তবে কলকাতায় খুব বেশি বৃষ্টি না হলেও, ভারী বৃষ্টিতে ভিজবে জেলা।
Be the first to comment