রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ গত কয়েকদিন প্রায় একই জায়গায় রয়েছে। রবিবারেও রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।
গত ২৪ ঘণ্টার নিরিখে এদিন রাজ্যে সংক্রমণ সামান্য কমেছে। পাশাপাশি মৃত্যু সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যা ৭৫৭ জন। রাজ্যে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ৮,১৮৭। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
রাজ্যে সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৫ জন। যা কিনা আগের দিনের তুলনায় ৬ বেশি। রাজ্যের সব জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টার নিরিখে কলকাতাতেই সংক্রমণ সর্বাধিক। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে এক জনের। আগের দিন এই সংখ্যাটা ছিল শূন্য।
কলকাতার পাশাপাশি, সংক্রমণের ক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টার নিরিখে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ১২৪ জন। যা কিনা প্রায় কলকাতার সমতুল্য। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে নদিয়া নিয়েও বাড়ছে চিন্তা। গতকালের পর এদিনও নদিয়ায় চার জনের মৃত্যু হয়েছে। ফলে এই জেলা নিয়ে চিন্তা থাকছে।
Be the first to comment