আজ থেকে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জেরেই আগামী ১২ ঘণ্টা ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। পরবর্তী ১২ ঘণ্টায় হাওয়ার গতি কিছুটা কমলেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।
বৃষ্টিতে শহর আবার জলমগ্ন হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা আর ভোগান্তি এড়াতে আগামী ২৪ ঘণ্টা বাড়ি ছেড়ে বেরনোর আগে শহরের মানুষ যেন রাস্তাঘাটের পরিস্থিতির আগাম খবর নিয়ে নেন, তা-ও জানিয়েছে।
Be the first to comment