গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

Spread the love

গুজরাতের ১৭ তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল ৷ সোমবার দুপুর নাগাদ তিনি শপথ গ্রহণ করেন ৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ গত শনিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ এরপর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের পর ভূপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছা জানান অমিত শাহ ৷ হরিয়ানার প্রধানমন্ত্রী মনোহরলাল খট্টর, মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার প্রধানমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মতো বিজেপি শাসিত রাজ্যের শাসকরা ৷ অনুরাগীদের কাছে ‘দাদা’ হিসেবে পরিচিত ৫৯ বছরের ভূপেন্দ্রভাই রজনীকান্তভভাই প্যাটেল হলেন গুজরাতের ১৭তম মুখ্যমন্ত্রী ৷ রবিবার সকাল পর্যন্ত যে ভূপেন্দ্র প্যাটেল সাধারণ বিধায়ক ছিলেন, যে সাধারণত তাঁর কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, সেই তিনিই আজ গুজরাতের মুখ্যমন্ত্রী। ২০১৭ সালে গুজরাতের বিধানসভা ভোটে ঘাটলোধিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১ লাখ ১৭ হাজার ভোটে জেতেন ভূপেন্দ্র প্যাটেল ৷ অতীতে আমেদাবাদের মিউনিসিপ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করেছেন ৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা প্রাপ্ত ভূপেন্দ্র আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন ৷

২০২২ বিধানসভা নির্বাচনের আগে ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের হাতে গুজরাতের দায়িত্ব তুলে দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ পতিদার সম্প্রদায়ভুক্ত ভূপেন্দ্র বিজেপির বরিষ্ঠ নেতা হলেও রূপানির উত্তরসূরির দৌড়ে ছিলেন না তিনি ৷ কিন্তু রবিবার গুজরাতে বিজেপির রাজ্য দফতরে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভূপেন্দ্রকেই বিধানসভার নেতা হিসাবে বেছে নেয় দল ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই ভূপেন্দ্রর সামনে কঠিন চ্যালেঞ্জ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*