রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার মাঝেই কোভিড গ্রাফের সামান্য বৃদ্ধিও উদ্বেগজনক, জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৩ জন এবং করোনা প্রাণ কেড়েছে ১২ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৪ জন এবং রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯%। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৫ জনের।
তবে চিন্তা বাড়াচ্ছে কলকাতা। এই সময়ে শুধু কলকাতাতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া এই জেলাগুলির করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। এই জেলাগুলিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনায় ৫৬ জন, হুগলিতে ৪১ জন, হাওড়াতে ৫৪ জন এবং নদিয়াতে ৪০ জন। এদিকে, মৃত্যু শূন্য রাজ্যের ১৭টি জেলা, যা স্বস্তি ফেরাচ্ছে।
Be the first to comment