পুজোর মুখে কমলো রাজ্যের করোনা সংক্রমণ, মৃত আরও ৭

Spread the love

কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। দোরগোড়ায় পুজো। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে পুজো প্রস্তুতি। এদিকে করোনা কাঁটায় পুজোর আনন্দ মাটি হতে পারে এই আশঙ্কা কিছুতেই যাচ্ছে না।

কিন্তু, রাজ্যে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ স্বস্তি ফেরাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। শুধু আক্রান্তের সংখ্যা নয়, কমেছে কোভিড মৃত্যুও। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৫ জন এবং গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭২৫ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

এদিকে স্বস্তির পথে কাঁটা কলকাতার করোনা সংক্রমণ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ এবং কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের। এদিকে শুধু কলকাতা নয়, চিন্তা বাড়াচ্ছে উত্তর এবং দক্ষিণ দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, হুগলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*