সাংসদ পদ থেকে তাঁর ইস্তফা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার সব জল্পনার অবসান ঘটল। অর্পিতা ঘোষকে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল। তাঁকে দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার থেকেই এই পদের দায়িত্বে এলেন অর্পিতা। দলের সভাপতি সুব্রত বক্সী একটি অফিসিয়াল চিঠি দিয়ে এ কথা জানান প্রাক্তন এই রাজ্যসভা সাংসদকে।
শুক্রবার অর্পিতাকে চিঠি দিয়ে রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি জানান, অবিলম্বে অর্পিতাকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হচ্ছে। ‘আমার বিশ্বাস এবং আশা যে (দলের) সংগঠনের উন্নতির জন্য কাজ করবে।’ সেই নিয়োগের মধ্যেই অর্পিতার ছেড়ে দেওয়া আসনে কাকে তৃণমূল পাঠাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
তৃণমূল সূত্রে খবর, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বাইরে দলের সংগঠনের ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে তৃণমূল। সেজন্যই অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সু্স্মিতা দেবকে রাজ্যসভার মনোনয়ন নেওয়া হয়েছে। সেভাবেই অর্পিতার সরিয়ে ভিনরাজ্যের ‘বড়’ নামকে সেই আসন দেওয়ার পরিকল্পনা আছে তৃণমূলের। সেই ‘বড়’ নেতা নাকি সর্বভারতীয় স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম।
Be the first to comment