আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী কোনও জোট তৈরি হলে তার মুখ কে হবেন? বেশ কিছুদিন ধরে জাতীয় রাজনীতিতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার রাহুল গান্ধীকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’। শুক্রবার জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প মুখ’। কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিয়েও এই জোটের মুখ যে রাহুল নন তাও উল্লেখ করা হয়েছে।
ঠিক কী লেখা হয়েছে? এই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘কংগ্রেসকে বাদ দিয়ে আমরা কখনওই বিজেপি বিরোধী বিকল্প বলছি না। কিন্তু রাহুল গান্ধী এখনও নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি। দেশের বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিকল্প হিসাবে জননেত্রীর মুখ সামনে রেখেই গোটা দেশে প্রচার শুরু করব।’ এমনকী দলের কর্মীসভাতেও এই কথা বলেছেন অনেকে বলে নাম উল্লেখ করা হয়েছে।
কিছুদিন আগেই নয়াদিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা করেছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে। তার পর বলেছিলেন, এটা দেশ বাঁচানোর লড়াই। এখানে আমি লিডার নই, আমি ক্যাডার। সেখানে হঠাৎ এমন প্রতিবেদন প্রকাশ হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
এই প্রতিবেদন নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘উত্তর কলকাতায় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বুঝিয়েই বলেন, এটা একটা ব্যাখ্যা। এখানে কংগ্রেসকে অসম্মান করা বা রাহুল গান্ধীকে অসম্মান করার কোনও প্রশ্নই ওঠে না। এমনকী কংগ্রেসকে বাদ দিয়েও কোনও বিকল্পের কথা বলেননি। এখানে বলা হয়েছে, রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসাবে মানুষ নিচ্ছেন না। তিনি এখনও প্রস্তুত নন। ২০১৪ থেকে ২০১৯ দুটি লোকসভা নির্বাচনে সেই জায়গাটা প্রমাণ করতে পারেননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনের ফলাফলে একটা আলাদা ছাপ তৈরি করেছেন।’
আর এই বিষয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, ‘ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে দেখা গিয়েছে, কোনও জোট তৈরি হলে জোটের সঙ্গীরা যে কোনও সিদ্ধান্ত একসঙ্গে বসে গ্রহণ করে। জোটের নেতৃত্ব কে দেবে। তাই মতামত অনেক কিছুই হতে পারে। সেটাকে সর্বশেষ সিদ্ধান্ত ধরে নেওয়া ঠিক নয়।’
Be the first to comment