মাইনে বাড়ছে সরকারি কর্মচারীদের, উৎসবের মুখে সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার

Spread the love

উৎসবের মুখে কর্মচারীদের ফের একবার সুখবর দিল কেন্দ্রীয় সরকার ৷ চলতি মাসেই ফের একবার ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বাড়তে চলেছে কর্মচারীদের। এর আগে জুলাই মাসে ডিএ বেড়েছিল কর্মচারীদের। ১৭% থেকে বেড়ে ২৮% হয়েছে বর্ধিত DA এর পরিমাণ। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার DA বৃদ্ধির খবর কর্মচারীদের কাছে।

সুখবরের শেষ অবশ্য শুধু এখানেই নয়। DA এর পাশাপাশি বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের হোম রেন্ট অ্যালাওয়েন্স বা HRA- ও। যার ফলে পারিশ্রমিকেও বেশ বড় অঙ্কের পরিবর্তনের সম্ভাবনা কর্মচারীদের। বর্তমানে সরকারি কর্মচারীরা নিজের প্রাথমিক পারিশ্রমিকের পাশাপাশি ২৪% HRA পেয়ে থাকেন। সূত্র মারফৎ প্রাপ্ত খবর অনুযায়ী, এই অঙ্ক আরও ৩% বাড়তে চলেছে। যার ফলে ন্যূনতম পারিশ্রমিকের পাশাপাশি ২৭% HRA পাবেন কর্মচারীরা। উৎসবের মুখে, নিঃসন্দেহে এ এক বড় খবর।

শোনা যাচ্ছে, DA এর ক্ষেত্রেও এই পরিমাণ টাকাই বাড়তে পারে সরকারি কর্মচারীদের। বর্তমানে ২৮% ডিএ পেয়ে থাকেন কর্মচারীরা। সেখানেও ৩% বৃদ্ধি হতে পারে। ফলে বর্ধিত DA এর পরিমাণ দাঁড়াতে পারে ৩১%। পাশপাশি বদল আসতে পারে ডিয়ারনেস রিলিফ বা DR- এও। সব সেখানেও ৩% বদলের অনুমান।

যদিও এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনওরকম ঘোষণা আসেনি, তবুও মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই বিষয়টা নিয়ে সরকারি সীলমোহর পড়ে যাবে অর্থাৎ উৎসবের মুখেই সুসংবাদ পাবেন কর্মচারীরা এমনটাই অনুমান। উল্লেখ্য, AICPI এর যে নির্ধারিত তথ্য– সেই তথ্য অনুযায়ীও মনে করা হচ্ছে চলতি মাসে DA বৃদ্ধির সম্ভাবনা আছে। অর্থাৎ জুন মাসের নির্দিষ্ট সমীক্ষা অনুযায়ী AICP I দেখিয়েছে চলতি মাসে DA বেড়ে ৩১% পৌঁছতে পারে।

প্রতি বছর নির্দিষ্ট দুটি টার্মে কর্মচারীদের DA বৃদ্ধি হয়ে থাকে। প্রত্যেকবছর জানুয়ারি ও জুলাই মাসে DA এর পরিমাণ বৃদ্ধি পায়। জুলাই মাসে কেন্দ্রীয় সরকার যে DA বৃদ্ধি করে– সেই DA তার আগের কিস্তিগুলি একত্র করে বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ জুলাই জানুয়ারি ২০২০, জুলাই ২০২০ এবং জানুয়ারি ২০২১– এই তিনটি কিস্তির DA একত্র করে সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি পায়। চলতি বছরের জুলাই মাসের কিস্তিটি এখনও বাকি আছে। আশা করা যাচ্ছে চলতি মাসে এই কিস্তিটি আরও বাড়তে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*