তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ কাটছেই না। এদিকে দোরগোড়ায় উৎসব। এই পরিস্থিতিতে আগামী দু’মাস সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে জানালেন নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পাল। তিনি বলেন, ‘আগামী দুই-তিন মাস অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেশের কোনও প্রান্তে যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।’
করোনা কি ফের একবার চোখ রাঙাতে পারে? এই প্রশ্নের উত্তরে ভি কে পাল জানান, ,’অক্টোবর এবং নভেম্বর এই দুই মাস সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময় করোনা সংক্রমণ বাড়তে পারে।’ তিনি আরও জানান, এই সম্পর্কিত বিস্তারিত কোনও তথ্য হাতে নেই। তবে এই দুই মাস আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ‘উৎসবের মরশুমে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।’
দেশের সার্বিক করোনা গ্রাফ কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু, কেরলের করোনা পরিস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ICMR-এর ডিরেক্টর জেনারেল ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, কেরলে করোনা সংক্রমণ কমছে। অন্যান্য রাজ্যগুলিও করোনার আরও একটি ঢেউ এড়ানোর পথেই। তবে উৎসবের মরশুমে অতিরিক্ত সতর্ক হতে হবে সাধারণ মানুষকে, জানান তিনি।
ডা. বলরাম ভার্গব জানান, জমায়েত করলে বা ভিড় একত্রিত হলে ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ যাতে মেনে চলা হয় সেদিকে দিতে হবে বিশেষ নজর। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিকাকরণে জোর দেওয়ার কথা বলছে বিশেষজ্ঞ মহল। সম্প্রতি আমেরিকার একটি গবেষণায় জানা গিয়েছে, টিকা না নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা টিকা নেওয়ার ব্যক্তির থেকে ৪.৫ গুন বেশি থাকে এবং মৃত্যুর সম্ভাবনা টিকা না নেওয়া ব্যক্তিদের ১১ গুণ বেশি।
Be the first to comment