এখনই জিএসটি নয় পেট্রলে; সাফ জানিয়ে দিলেন নির্মলা সীতারমণ

Spread the love

শুক্রবার লখনৌ শহরে কেন্দ্রীয় জিএসটি কাউন্সিলের বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের। উপলক্ষ্য একটাই। পেট্রলের দাম কমবে কি? কিন্তু যাবতীয় আশায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৪৫- তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানালেন, পেট্রলের উপর জিএসটি বসানোর এখনই কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় জিএসটি কাউন্সিলের।

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ‘পেট্রল-ডিজেলের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে আলোচনা চলছিল। পেট্রলের দামের উপর জিএসটি বসবে কিনা, তা নিয়ে কথাবার্তাও হয়েছে। কেরালা হাইকোর্ট কেবলমাত্র বিষয়টি নিয়ে জিএসটি কাউন্সিলে আলোচনার জন্য বলেছিল।’

তিনি আরও বলেন, কাউন্সিলের সদস্যেরা মনে করেছেন এখনই পেট্রল বা পেট্রলিয়াম জাত পণ্যের উপর জিএসটি বসানোর সময় আসেনি। এমনকি, পেট্রলের উপর জিএসটি লাগু করার বিরোধিতাও করেন কাউন্সিল সদস্যরা। পাশাপাশি গ্যাসোলিন ও ডিজেল নিয়ে কাউন্সিলে কোনও কথা হয়নি বলে নির্মলা সীতারমন।

উল্লেখ্য, পেট্রলের উপর জিএসটি বসানোর বিষয়টি নিয়ে রাজ্যগুলির তরফ থেকে বেশকিছু আপত্তি শোনা গিয়েছিল। কেরালা, মহারাষ্ট্রের মত রাজ্যগুলি জিএসটি বসানোর বিরোধিতা করেছিল। পেট্রলের উপর বর্তমানে যে ট্যাক্স বসে থাকে তার থেকে 23% রাজস্ব পায় রাজ্যগুলি। জিএসটি বসলে সেই রাজস্ব বন্ধ হয়ে যাবে– এমনটাই দাবি করেন কাউন্সিলের সদস্যরা। ফলত কাউন্সিলের তরফ থেকে পেট্রল-ডিজেলের উপর কোনও জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*