চমকপ্রদভাবে তৃণমূলে ‘অভিষেক’ হল বাবুল সুপ্রিয়র। ঘুনাক্ষরেও টের পাননি বলে জানাচ্ছেন খোদ বিজেপি নেতারাই। বাবুলেরই একসময়কার রাজনৈতিক সঙ্গী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এখন ভবানীপুর উপ নির্বাচনে বিজেপি প্রার্থী। দলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করার পরই প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাবুল। ফেসবুকে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অনেক অভিনন্দন। উদ্যমী মেয়ে প্রিয়াঙ্কা। আমার সমস্ত আইনি মামলা লড়েছেন তিনি। ২০১৪ থেকে আমরা একসঙ্গে লড়াই করছি। সাফল্যও পেয়েছি।’ সেই ‘মেন্টর’-এর এমন ভোলবদলে কী প্রতিক্রিয়া দিলেন প্রিয়াঙ্কা?
শনিবার প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এখন প্রচারে ব্যস্ত। এখন কোনও কথা বলতে পারব না। পরে কথা বলব অর্থাৎ কোনওভাবেই তিনি বাবুল সুপ্রিয় সম্পর্কে প্রতিক্রিয়া দিতে চান না। বাবুলের আচমকা ফুলবদলে ভবানীপুর উপ নির্বাচনে বিজেপি যে জোর ধাক্কা পেল, তা আর বলার অপেক্ষা রাখে না। বাবুল সুপ্রিয়কে তারকা প্রচারক হিসেবে ভবানীপুর উপ নির্বাচনের জন্যও ব্যবহার করতে চেয়েছিল বিজেপি। কিন্তু, গেরুয়া শিবিরের সেই প্রস্তাবে রাজি হননি বাবুল।
উল্লেখ্য, পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা ২০১৪ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন প্রিয়াঙ্কা। গত ১০ সেপ্টেম্বর নিজের পোস্টে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে বাবুল লিখেছিলেন, ‘একসঙ্গে বহু আইনি মামলায় আমরা লড়ে সাফল্য পেয়েছি। তাঁকে সেই কারণেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা বলেছিলাম। তাঁর জন্য খুব খুশি। জীবনে জেতা-হারাটাই সর্বদা গুরুত্বপূর্ণ নয়। ময়দানে নেমে কঠিন লড়াই লড়াটাও একটা বড় বিষয়।’ তিনি আরও লিখেছিলেন, ‘আমি সর্বদা পার্টিতে নবীন সদস্যদের যোগদানে উৎসাহ দিয়েছি। আমি আশাবাদী তাঁরা ভবিষ্যতে দলকে গর্বিত করবে।’
শনিবার আচমকাই তৃণমূলে যোগদান করেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। বাবুল সুপ্রিয়কে স্বাগত জানিয়ে একটি টুইটও করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। লেখেন, ‘খেলা হবে।’
Be the first to comment