ফের সামান্য বাড়লো রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কোভিড মৃত্যুও। উৎসবের মরশুমে কোভিড গ্রাফে সামান্য বৃদ্ধিও চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
এদিকে এই সময়ে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৫৭ জন এবং রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬৭ জন। রাজ্যের দুই জেলা প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রথমটি কলকাতা এবং দ্বিতীয়টি উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা ১২৭ জন। কলকাতায় এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩ জনের এবং উত্তর ২৪ পরগনাতে ২ জনের। এছাড়াও এই সময়ে দক্ষিণ ২৪ পরগনাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন, হাওড়াতে ৬১ জন, হুগলিতে ৫৯ জন।
সামনেই পুজো। তার আগে কলকাতার কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞমহলের একাংশের যুক্তি, কোনওভাবেই যাতে উৎসবের মরশুমে কোভিডবিধি লঙ্ঘন করা না হয় সেদিকে বিশেষ নজরদারি চালাতে হবে। না হলে বড় বিপদ নেমে আসছে পারে।
Be the first to comment