শহরের অব্যবহৃত মোবাইল টাওয়ার ও হোর্ডিংয়ের লোহার কাঠামো সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার এনএসসি বোস রোড থেকে একটি ফোন আসে ফিরহাদের কাছে। ফোনে অভিযোগের সুরে এক জন বলেন, ‘‘পাশের বাড়ির আবাসনেএকটি অব্যবহৃত মোবাইল টাওয়ার রয়েছে। যা স্থানীয় মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরসভা ওই টাওয়ারটি সরানোর ব্যবস্থা করলে ভাল হয়।’’
অভিযোগ পাওয়া মাত্রই ফিরহাদ কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং)-কে শহরের সমস্ত অকেজো মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন। তিনি জানিয়ে দেন, শুধু মোবাইল টাওয়ার নয়, বিভিন্ন বাড়ির ছাদে থাকা পরিত্যক্ত হোরেডিংগুলি সরানোর কাজ করা হবে।
Be the first to comment