জুলাই মাসে নীল ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকে বারবার জামিনের আবেদন করলেও তা না-মঞ্জুর হয়েছে। অবশেষে সোমবার জামিন পেলেন রাজ ও রাজের আইটি কর্মী রেয়ান থ্রোপ। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সকলের মধ্যে।
মুম্বইয়ের এক দায়রা আদালতে রাজ কুন্দ্রা ও রেয়ান থ্রোপের জামিন মঞ্জুর করা হয় সোমবার। জামিনের জন্য বন্ডে রাখতে হয়েছে ৫০ হাজার টাকা। স্বভাবতই কিছুটা হলেও স্বস্তিতে রাজ ও শিল্পার পরিবার। জুলাই মাসে পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে রাতারাতি গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে।
গত সপ্তাহেই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবি প্রশান্ত পাটিল ফের তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। হটশট অ্যাপের ভিডিয়ো শ্যুটে রাজ প্রত্যক্ষ ভাবে জড়িত, এমন কোনও প্রমাণ নাকি ওই চার্জশিটে নেই। এফআইআরে তাঁর নাম না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। রাজের আইনজীবীর দাবি ছিল ফাঁসানো হয়েছে রাজকে।
অগস্টে মুম্বই পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল, একবার জামিন পেলেই বিদেশে পালিয়ে যাবেন রাজ। সঙ্গে তদন্তকারীদের তরফে দাবি করা হয়, এখন যদি নীল ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রাকে জামিন দেওয়া হয় তাহলে সমাজের কাছেও ভুল বার্তা পৌঁছবে।
Be the first to comment