নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, মৃত আরও ১২

Spread the love

রাজ্যে সামান্য হলেও কমল করোনা সংক্রমণ। এই নিয়ে পর পর দুদিন রাজ্যের কোভিডগ্রাফ নিম্নমুখী হওয়ায় সামান্য হলেও মিলল স্বস্তি। দুর্গাপুজোর আর সপ্তাহ তিনেক বাকি। তার আগে করোনা পরিস্থিতির উন্নতিতে আশার আলো। তবে আশঙ্কা বাড়িয়ে বেড়েছে করোনায় মৃত্যু। একইসঙ্গে এখনও চিন্তায় রাখছে মহানগর ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি।

করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬০৮ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। মৃত্যুশূন্য ১৬ জেলা।

পুজোর আগে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও একশোর উপরে, যা উদ্বেগে রাখছে প্রশাসনকে। সংক্রমণের শীর্ষে কলকাতা। কোভিড রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্তের সংখ্যা ১০৫। মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমণের নিরিখি দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও এই সময়ে দক্ষিণ ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন এবং মৃত ২, হুগলিতে ৩২ জন এবং নদিয়াতে আক্রান্ত ৪২ জন , মৃত ২।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*