ভবানীপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ক্ষুব্ধ সুকান্ত জানান, তাঁর প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। এদিকে পুলিশের তরফে দাবি করা, নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করছে বিজেপি। অধিক সংখ্যক লোক নিয়ে প্রচার চালানো হচ্ছিল, জানানো হয়েছে পুলিশের তরফে।
বুধবার ভবানীপুরে প্রচারে যান সুকান্ত মজুমদার। সংশ্লিষ্ট কেন্দ্রে প্রচারের সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে অগ্রসর হচ্ছিলেন। সেই সময় তাঁকে বাধা দেয় পুলিশ। ডিসি সাউথ আকাশ মাঘারিয়া জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রার্থী ছাড়া সর্বোচ্চ চার জন প্রচার করতে পারেন। কিন্তু, এদিন বিজেপি-র প্রচার কর্মসূচিতে একাধিক লোকজন উপস্থিত ছিল। তাঁদের ভ্যাকসিন সার্টিফিকেট রয়েছে কিনা আদৌ, তা স্পষ্ট নয়। পাশাপাশি প্রচারের জন্য যে রুটের কথা বলা হয়েছিল, তা ভেঙে এগিয়ে যেতে চাইছিলেন সুকান্ত মজুমদার। তাই তাঁদের আটকে দেওয়া হয়। এদিকে এদিন সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বারবার বলেন, ‘আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমাকে এভাবে কেন আটকে দেওয়া হচ্ছে।’
Be the first to comment