আবারও রাজ্যে বাড়লো সংক্রমণ, মৃত আরও ১৩

Spread the love

রাজ্যে ফের একধাক্কায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী মৃত্যুর পরিসংখ্যানও। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলিটেন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। একদিনে মৃতের সংখ্যা ১৩। চিন্তায় ফেলছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি। দুটি জেলাতেই সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। যদিও রাজ্যে আশার আলো জাগাচ্ছেন কোভিডজয়ীরা। একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।

বুধবারের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত রোগীদের মধ্যে একটা বড় অংশ কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। একদিনে কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। মৃত্যুর পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে এই দুই জেলা।

একদিনে রাজ্যে মৃত ১৩ জনের মধ্যে অধিকাংশই কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা পাঁচ। যা চিন্তায় রেখে চিকিৎসকদের। উৎসবের মরশুম শুরু হওয়ার আগে নতুন করে যাতে সংক্রমণ না বাড়ে, সে বিষয় বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*