টানা সফর শেষে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যান্ড্রুজ জয়েন্ট বায়ুসেনা ঘাঁটিতে তাঁর বিমান অবতরণ করে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে হাজির ছিলেন আমেরিকার প্রশাসনিক কর্তা এবং সে দেশে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু।
২০১৪-তে ক্ষমতায় আসার পর এই নিয়ে সাত বার আমেরিকা সফর মোদীর। তবে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হতে চলেছে তাঁর। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে মোদীর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাই তাঁকে স্বাগত জানাতে আমেরিকার প্রশাসনিক কর্তারা ছাড়াও হাজির ছিলেন শতাধিক ভারতীয়। ওয়াশিংটনে পা রেখেই মোদী টুইট করেন, ‘ওয়াশিংটনের ভারতীয়দের সাদর অভ্যর্থনায় আমি অভিভূত। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
Be the first to comment