কংগ্রেসকে দিয়ে হবে না, মোদীর বিকল্প মমতাইঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর সারা দেশে সংগঠন বৃদ্ধিতে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর তার জোরেই ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীত্ব থেকে সরাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরও একবার সেই বিষয়টিই স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর মতে, সারা দেশের মানুষ এখন মোদি বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন ৷ কেন সারা দেশের মানুষ মমতাকে চাইছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, কংগ্রেসকে দিয়ে হবে না ৷ কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু সারা দেশ মমতাকে চাইছে ৷

আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ৷ সেই নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার সেখানে হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সেখান থেকেই তিনি এই বার্তা দেন ৷ পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কংগ্রেস ও তৃণমূলের মধ্যে পার্থক্য কোথায়?

অভিষেকের দাবি, কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে ৷ কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ফারাক কী জানেন? কংগ্রেস বিজেপির কাছে হারছে ৷ আর তৃণমূল হারাচ্ছে ৷ গত সাত বছর ধরে হারিয়েছি ৷ আবার হারাব ৷ এবার দেশজুড়ে খেলা হবে ৷

যদিও মুর্শিদাবাদ এক সময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল ৷ সেখানে এখন ঘাসফুলের রমরমা ৷ তবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের একটি বহরমপুরকে সেখানকার সাংসদ অধীর চৌধুরীর গড় বলা হয় ৷ তাই অধীর চৌধুরীকে আক্রমণ করেন অভিষেক ৷ তাঁর কথায়, মমতা যা বলেছেন, সব উন্নয়ন করেছেন ৷ কংগ্রেস নেতারা শুধু ভাষণ দেন ৷ কোনও দিন মানুষের পাশে দাঁড়াননি তাঁরা ৷ রাস্তায় নেমে আন্দোলন করেননি ৷ অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেছেন ৷ পাশাপাশি বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ কয়লা-কাণ্ডে তাঁকে ইডির তলব নিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই ৷ পাঁচটা নোটিস পাঠিয়েছে। পাঁচশো নোটিস পাঠালেও মাথানত করব না ৷ দিল্লি থেকে তাড়াবই ৷’’

একই সঙ্গে বিজেপিকে ভাঙানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘আমরা দরজা বন্ধ করে রেখেছি ৷ দরজা খুলে দিলে বিজেপি উঠে যাবে ৷ এক সাংসদ তৃণমূলে এসেছেন ৷ তৃণমূলের আদর্শ মেনে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন ৷’’ পাশাপাশি দিলীপ ঘোষকে বিজেপির সভাপতির পদ থেকে সরানো নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, যিনি গরুর দুধ থেকে সোনা বের করছেন ৷ হুমকি দিতেন, তাঁকেই বের করে দিয়েছে ৷ এতে প্রমাণ হল বাংলা নিজের মেয়েকে চায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*