ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

Spread the love

করোনা পরিস্থিতির জেরে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করেছে সেখানকার সরকার ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার এই নিয়েই বিজেপি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তাঁর দাবি, ‘‘আমি যাতে ত্রিপুরায় পা রাখতে না পারি, তার জন্য ১৪৪ ধারা করে দিয়েছে ৷ বিপ্লব দেব কাঁপছে ৷’’ এরপরই বিপ্লব দেব ও বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এত ভয় কেন ?’’ ।

প্রসঙ্গত, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ প্রথমবার অভিষেকের কর্মসূচির অনুমতি দেয়নি বিপ্লব দেবের সরকার ৷ দ্বিতীয়বার তা দেওয়া নিয়ে টালবাহানা করা হয় তাঁর সরকারের তরফে।

পালটা এই নিয়ে সেখানকার হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই মামলার শুনানি চলাকালীন ত্রিপুরাজুড়ে চালু হয় ১৪৪ ধারা ৷ করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেই এই নির্দেশিকা দেয় ত্রিপুরা সরকার ৷ তার পর মামলাও ভেস্তে যায় স্বাভাবিকভাবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*