মলয় ঘটককে ফের ইডির তলব, হাজিরা এড়ালেন আইনমন্ত্রী

Spread the love

কয়লাপাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল ইডি। বৃহস্পতিবার মলয়বাবুকে দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়। তবে এদিনও হাজিরা দেননি মন্ত্রীমশাই। সূত্রের খবর, তাঁকে ফের তলব করবে ইডি।

কয়লাপাচারকারীদের সঙ্গে প্রভাবশালীদের যোগসূত্র জানতে চলতি মাসের শুরুতে মলয়বাবুকে প্রথমবার দিল্লিতে তলব করেছিল ইডি। সেবার হাজিরা দেননি তিনি। যার ফলে ফের তাঁকে তলব করলেন গোয়েন্দারা। বৃহস্পতিবার দিল্লিতে জামনগর হাউডে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু এদিনও দিল্লি যাননি মলয়বাবু। চিঠি দিয়ে ইডিকে জানিয়ে দিয়েছেন, হাজিরা দিতে পারবেন না তিনি। তবে কেন তিনি হাজিরা দিলেন না তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, কয়লাপাচারের তদন্তে ইতিমধ্যে দিল্লির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদফা জেরা করেছেন গোয়েন্দারা। তবে হাজিরা এড়িয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা। কয়লাপাচারের মোটা টাকা রুজিরাদেবীর অ্যাকাউন্টে পড়েছে বলে দাবি গোয়েন্দাদের। ইডির জেরা সামলে দিল্লি থেকে ফেরার পর অভিষেককে ফের একবার তলব করেছেন গোয়েন্দারা। যার পর রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ও রুজিরা। সেই মামলায় অভিষেকদের কোনও স্বস্তি না দিলেও সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*