প্রবল শৈত্যপ্রবাহে আমেরিকার বিভিন্ন রাজ্যে শোচনীয় অবস্থার তৈরী হয়েছে। আমেরিকার পূর্ব উপকূলে বৃহস্পতিবারের ঝড়ের পর রেকর্ড পরিমাণ ঠাণ্ডা পড়েছে। এতে অন্তত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরের একটি টার্মিনাল পুরো জলে তলিয়ে যাওয়ার পাশাপাশি চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের কারণে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিমান চলাচলে ব্যাহত হওয়ায় বহু যাত্রী বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকে। সূত্রের খবর।
এদিকে আমেরিকার বোস্টনে অবস্থিত এক প্রবাসী ভারতীয় অর্জুন সিং কিছু ছবি পাঠিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে সেখানে তাঁদের বাড়ির সামনে প্রায় ৩ ফুট পর্যন্ত স্তুপাকার হয়ে বরফ জমা পড়েছে। খেলার মাঠ বরফের চাদরে ঢাকা। স্কুল তিনদিন ধরে বন্ধ। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রির কাছে চলে গেছে।
Be the first to comment