রাজ্যে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত আরও ১১

Spread the love

রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে শুক্রবারের তুলনায় শনিবার কমেছে মৃত্যু সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। পাশাপাশি নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬৬ জন। তবে রাজ্যে এখনও সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৭ হাজার ৬৭৪। যা কিনা গত দিনের তুলনায় ১৫ কম।

প্রসঙ্গত, শুক্রবারের বুলেটিনের নিরিখে এদিন সংক্রমণ বাড়লেও মৃত্যু সংখ্যা কমেছে। তবে চিন্তায় রেখেছে কলকাতা। এদিন গোটা রাজ্যের মধ্যে কলকাতাতেই সংক্রমণ সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ১২৭ জন। একমাত্র এই দু’টি জেলা ছাড়া সর্বত্রই সংক্রমণ ১০০-এর নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু সংখ্যাটা বেশি। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। নদিয়াতেও করোনার জেরে নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে একজন করে ব্যক্তির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*