উপনির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রচারে এসেই অভিষেকের হুঙ্কার, ‘একমাত্র নরেন্দ্র মোদীকে হারাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে না পেরে এখন বহিরাগত এজেন্সি পাঠাচ্ছে। ৫০০ এজেন্সি পাঠালেও মেরুদণ্ড বিক্রি করব না।’
এখানেই শেষ নয় প্রচারের মঞ্চ থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। বলেন, ‘কত নোটিস পাঠাবেন পাঠান। মেরুদণ্ড বিক্রি করব না। এখনও পর্যন্ত আমাকে ৫টা নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠাতে পাঠাতে কাগজ-কালি শেষ হয়ে যাবে, তবু জেরা শেষ হবে না। ইডি-সিবিআই আমার কাঁচকলা করেছে, কাঁচকলা করবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে বাধা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ‘গোটা দেশ থেকে আন্তর্জাতিক ওই শান্তি সম্মেলনে ডাক পেয়েছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মোদীর সরকার তাঁকে যেতে দিল না। কেন জানেন? কারণ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওঁর থেকে বেশি জনপ্রিয় হয়ে যাবেন।’
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, রোম থেকে যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে অংশ নেওয়া সামঞ্জস্যপূর্ণ নয়।
Be the first to comment