চলতি করোনাভাইরাস অতিমারির কারণে গত বছরের মতো এই বছরও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় CBSE। পরিবর্তে অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট ক্রিটেরিয়া অবলম্বন করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যে সকল পড়ুয়া এই ফলাফল নিয়ে সন্তুষ্ট নন বা যারা কোনও বিষয়ে পাশ করতে পারেননি, সেই সকল পড়ুয়াদের জন্য অগাস্ট-সেপ্টেম্বর মাসে খাতায়-কলমে লিখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে CBSE। এই তালিকায় প্রাইভেটে পরীক্ষা দেওয়া প্রার্থীরাও রয়েছেন।
এবার এই পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করল CBSE। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে CBSE। বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, খাতা দেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধু রেজাল্ট তৈরির কাজ চলছে। এই রেজাল্ট তৈরির কাজ দ্রুত শেষ করতে চায় বোর্ড। দশম এবং দ্বাদশ এই দুই পরীক্ষার লিখিত পর্বের পরীক্ষার ফলাফল খুব তাড়াতাড়ি ঘোষণা করার কথা বললেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণার উপর বেশি জোর দিচ্ছে CBSE।
তাই যে সকল পড়ুয়া এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁদের CBSE-র সরকারি ওয়েবসাইট www.cbseresults.nic.in-এ নজর রাখতে বলা হচ্ছে। ফলাফল ঘোষণা হওয়ার পর, Digilocker থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। Digilocker থেকে ডাউনলোড করা মার্কশিট সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করতে পারবেন ছাত্রছাত্রীরা।
ইতিমধ্যে, সুপ্রিম কোর্টে পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ উল্লেখ করে একটি হলফনামা জমা করেছে বোর্ড। হলফনামায় বলা হয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা যাতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবেদন জানাতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে CBSE। দিল্লি বিশ্ববিদ্যালয়ও কলেজে ভর্তির কাট-অফ ঘোষণার দিন পিছিয়ে ১ অক্টোবর করেছে এই কারণে।
Be the first to comment