বাবুল সুপ্রিয়র পর কি এবার লকেট চট্টোপাধ্যায়? দলবদলের রাজনীতিতে বিজেপি থেকে তৃণমূল যোগদানের জল্পনায় গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ৷ সেই জল্পনার আগুনে সোমবার সকালে ঘি ঢাললেন ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ ৷
যদিও কুণালের সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছেন হুগলির সাংসদ ৷ তাঁর পালটা দাবি, ‘‘আপনি আগে এটা সুনিশ্চিত করতে নজর দিন, যাতে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে না যান ৷’’
প্রসঙ্গত, এদিন সকালে কুণাল ঘোষ টুইট করে লকেট চট্টোপাধ্যায়কে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার না করার জন্য ধন্যবাদ জানান ৷ কুণালের দাবি, বিজেপি এই ‘তারকা প্রচারক’-কে বারবার প্রচারে নামার অনুরোধ করেছিলেন ৷ কিন্তু লকেট সেই অনুরোধ উপেক্ষা করেন ৷
তাই হুগলির সাংসদের সাফল্য কামনা করে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের আশা, লকেট চট্টোপাধ্যায় যেখান থেকে রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন, সেখানে আবার ফিরবেন ৷
অভিনেত্রী থেকে লকেট চট্টোপাধ্যায় রাজনীতিক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে ৷ রাজনৈতিক মহল, তাঁকে কুণাল ঘোষ শিবিরের নেত্রী বলেই জানত ৷ সেই লকেটই আচমকা বিজেপিতে যোগদান করেন ৷ একাধিকবার ভোটে লড়েন ৷ বিজেপির মহিলা মোর্চার সভাপতিও হন ৷ মাঠে-ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে নজর কাড়তেও দেখা গিয়েছে ৷
সম্প্রতি বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ তার পরই জল্পনা ছড়ায় যে এবার লকেট চট্টোপাধ্যায়ও ঘাসফুল শিবিরে ফিরতে চলেছেন ৷ কয়েকটি সংবাদমাধ্যমে এই নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় ৷ যদিও সেই সময় লকেট চট্টোপাধ্যায় প্রতিবাদ করে এই জল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন ৷ তার পর সোমবারও তিনি সপাটে কুণালের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপিতে থাকার কথা জানিয়ে দিলেন ৷
তবে হাল ছাড়েননি কুণালও ৷ তিনি সেই টুইট ধরে রিটুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘ভাববেন না, মমতাদি বড় ব্যবধানেই জিতবেন ৷ আপনিও তাই চান ৷ আমি জানি যে আপনাকে আপনার দলের হয়ে লিখতে হচ্ছে ৷ কিন্তু আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এই টুইটে আপনি বিজেপির প্রার্থীর নাম উল্লেখ করেননি ৷’’
তার পর হিন্দি গানের একটি লাইন তুলে ধরেছেন ৷ লিখেছেন, ‘‘কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা ৷’’ যা থেকে তিনি আবার লকেটের তৃণমূল যোগের জল্পনা নতুন করে ছড়িয়ে দিলেন ৷
Be the first to comment