বাজে খরচের যে অবকাশ নেই, তা আগেই স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। ফলে সরকারি বিভিন্ন প্রকল্পের নজরদারির যে পদ্ধতি, তাতে বদল আনতে হচ্ছে দফতরগুলিকে। সেই সূত্রেই প্রকল্প-এলাকা থেকে সরাসরি অগ্রগতির নজরদারি পদ্ধতি চালু হয়েছে পূর্ত দফতরে।
প্রশাসনিক কর্তাদের বক্তব্য, টাকার অপচয় রুখতে এবং সময়ের সীমা মান্য করার ক্ষেত্রে এই ব্যবস্থা যথেষ্ট কার্যকর হবে।
প্রশাসনিক ব্যাখ্যায়, প্রকল্প শুরুর আগে কবে তা শেষ হবে, তার একটা প্রাথমিক অনুমান করে নেওয়া হয়। কিন্তু অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, প্রকল্প নির্ধারিত সময়ের অনেক পরে শেষ হয়। ফলে প্রকল্পের খরচের প্রাথমিক যে অনুমান থাকে, তা ছাপিয়ে যায় সময়বৃদ্ধির সঙ্গে। গত বছর থেকে বিভিন্ন দফতরের খরচে লাগাম টানা হয়েছে।
Be the first to comment