পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেললো নির্বাচন কমিশন

Spread the love

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর রাজ্যের ৩টি বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট। কিন্তু এর মধ্যে সবার নজর ভবানীপুর উপনির্বাচন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রার্থী ৷ তাই এই হাইভোল্টেজ কেন্দ্রে আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস করবে না নির্বাচন কমিশন। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করল কমিশন। পাশাপাশি কেন্দ্রের সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা কেন্দ্রগুলি ও তার চারপাশ। প্রতিটি বুথের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং প্রচুর পুলিশ কর্মী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৮৭ টি বুথের জন্য হাফ সেকশন অর্থাৎ ৩ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। এছাড়া এলাকায় টহল দেবে ‘কুইক রেসপন্স টিম’। বুথের বাইরে ও পুরো এলাকার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশ। এলাকার প্রতিটি থানার নিরাপত্তার দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার থাকবেন।

বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভবানীপুরে ৩৮টি জায়গায় থাকবে পুলিশ পিকেটিং। শুধু তাই নয়, ভবানীপুর আসনে ৯ টি জায়গায় ‘হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড’ মোতায়েন করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি থাকছে ২৩ টি মোবাইল ভ্যান।

অন্যদিকে জঙ্গিপুরে ৩৬৩ টি ও সামশেরগঞ্জে ৩২৯ টি বুথ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচন, নির্বাচনের জন্য রাজ্যে এসেছে মোট ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ভবানীপুরে ১৫, জঙ্গিপুরে ১৮ ও সামশেরগঞ্জে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। থাকছেন দু’জন পুলিশ পর্যবেক্ষক, দু‌’জন সাধারণ পর্যবেক্ষক। বৃষ্টির জন্য প্রত্যেকটি বুথে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে জমা জল যাতে দ্রুত নেমে যেতে পারে, তেমনই পদক্ষেপ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*