অমিত শাহের বাসভবনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, জল্পনা তুঙ্গে

Spread the love

চব্বিশ ঘণ্টার মধ্যে ডিগবাজি খেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। মঙ্গলবার বিকেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তাঁর দিল্লি আসার উদ্দেশ্য কোনও রাজনৈতিক কাজে নয় ৷ কিন্তু বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসবভনে বৈঠক করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ দু’জনের মধ্যে প্রায় ৫০ মিনিট কথা হয়। তবে বৈঠক শেষে টুইটারে ক্যাপ্টেন জানান, পঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷

কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইস্তফার পর বিকল্প পথের সন্ধানের কথা জানিয়েছিলেন তিনি ৷ তাই মঙ্গলবার কংগ্রেস ক্যাপ্টেনের দিল্লি যাত্রার পিছনে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই কংগ্রেস নেতার ৷ দিল্লিতে অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের কথাও শোনা গিয়েছিল কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল্লি বিমানবন্দরে নেমেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমি কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিল্লিতে আসিনি। দিল্লিতে আমার সরকারি বাসভবন খালি করতে এসেছি ৷”

তাঁকে ‘অপমান’ করা হয়েছে, এই অভিযোগে ১৮ সেপ্টেম্বর ক্যাপ্টেন অমরন্দির সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নবজ্যোৎ সিং সিধুকে মেনে নিতে পারেননি অমরিন্দর ৷ ক্যাপ্টেনের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল মঙ্গলবার টুইটে জানিয়েছিলেন, “অমরিন্দর সিংয়ের দিল্লি যাওয়া নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে ৷ তিনি ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়েছেন ৷ তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করবেন আর কাপুরথালায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য বাড়িটি খালি করবেন ৷ অযথা জল্পনার কোনও দরকার নেই ৷” কিন্তু তা সত্ত্বেও বর্ষীয়ান এই কংগ্রেস নেতার বিজেপিতে যোগদানের জল্পনা থামেনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*