বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, তবে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

কংগ্রেস যখন বিজেপিকে হারাতে পারছে না, তখন তৃণমূল কংগ্রেস তো বসে থাকতে পারে না ৷ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো তৃণমূলে যোগদান ৷ সেই যোগদান মঞ্চে বসেই অভিষেক এই কথা জানিয়েছেন ৷

প্রসঙ্গত, জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার পরিসর কার দখলে থাকবে, গত কয়েকদিন ধরেই এই নিয়ে তরজা চলছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ৷ বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস ৷ এই অভিযোগ আগেই তুলেছে বঙ্গের শাসক দল ৷ তাদের মুখপত্র ‘জাগোবাংলা’য় গত শনিবার ও আজ, বুধবার সম্পাদকীয় কলমে কংগ্রেসকে তুলোধনা করা হয়েছে তৃণমূলের তরফে ৷

কিন্তু এমন চলতে থাকলে, ২০২৪ সালে কি বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো সম্ভব? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে ৷ এদিন তারই জবাব দিয়েছেন অভিষেক ৷ তাঁর কথায়, ‘‘কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই নয় ৷ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে।’’ আর কেন বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের থেকে তৃণমূল এগিয়ে সেই ব্যাখ্য়াও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

তাঁর বক্তব্য, ‘‘গত সাত বছরে তৃণমূল বারবার বিজেপিকে হারিয়েছে ৷ কংগ্রেস বারবার হেরেছে ৷ কংগ্রেস যখন কিছু করতে পারছে না, তাহলে আমরা চুপ করে বসে থাকতে পারি না ৷’’

এদিন তৃণমূলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো-সহ দশজন তৃণমূলে যোগদান করেন ৷ যোগদানের পর ফালেইরো স্পষ্ট করে দেন যে বিজেপিকে হারানোই তাঁর মূল লক্ষ্য ৷ পাশাপাশি ভেঙে যাওয়া কংগ্রেস পরিবারকেও তিনি এক করতে চান বলেও জানিয়েছেন ৷

আর কয়েকমাস পর সেখানে বিধানসভা নির্বাচন ৷ ওই রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে আম আদমি পার্টি ৷ কিন্তু সেখানে তৃণমূল কংগ্রস কারও সঙ্গে জোট করবে না বলেই এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*