আজ ভবানীপুরে উপনির্বাচন, মুর্শিদাবাদে জোড়া লড়াই। ভবানীপুরকেন্দ্রের জন্য শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯।
ভবানীপুরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি বাহিনী। ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সব বুথে মাইক্রো অবজার্ভার। যাতে পরিষ্কার, ভবানীপুরের হাইপ্রোফাইল যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।
ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি। এর মধ্যে মেন বুথ ২৬৯-টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮-টি অক্সিলিয়ারি বুথ। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC। শুরুতে ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। বুধবার সেখানে মোতায়েন করা হয় আরও ২০ কোম্পানি বাহিনী।
Be the first to comment